Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশুল চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৩

গণ-অর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’। দেশ বিদেশের বিভিন্ন উৎসবে পুরস্কার বিজয়ী এবং প্রশংসিত ছবিটি এবার প্রদর্শিত হবে ভারতের ত্রিশুলে। সেখানকার ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল’-এ দেখানো হবে শরিফ উল আনোয়ার সজ্জন প্রযোজিত ছবিটি।

মার্চের ৩ থেকে ১০ তারিখ অনুষ্ঠিত উৎসবটির ১৮তম আসর। আসরের ‘ফ্রিপ্রেসি ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’-এর ‘বেস্ট ডেব্যু ইন্টারনাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে ‘সাঁতাও’।

বিজ্ঞাপন

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প পর্দায় হাজির করেছে ‘সাঁতাও’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। সহকারি পরিচালক হিসাবে ছিলেন শ্যামল শিশির, সুপিন বর্মণ ও মাসুদ রানা নকীব, সম্পাদনা, রং-বিন্যাস, অ্যাফেক্ট ও টাইটেল, সাউন্ড ডিজাইন ও সাউন্ড মিক্সিং করেছেন সুজন মাহমুদ, শব্দ গ্রহণে ছিলেন নাহিদ মাসুদ, চিত্রগ্রহণে ছিলেন সজল হোসেন, ইহতেশাম আহমদ টিংকু ও খন্দকার সুমন, আবহ সংহীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পণ। গানে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, লায়লা তাজনূর সাউদী, লিমা হক। শিল্প নির্দেশনা দিয়েছেন রবি দেওয়ান, পোশাক পরিকল্পনায় ছিলেন আফ্রিনা বুলবুল, নৃত্য পরিচালনা করেছেন ফাহিম রায়হান, রূপসজ্জা করেছেন ফরহাদ রেজা মিলন, পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

‘সাঁতাও’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মোঃ হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।

বিজ্ঞাপন

উৎসবের একই বিভাগে বাংলাদেশের নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতালঘর’-ও মনোনীত হয়েছে।

সারাবাংলা/এজেডএস

খন্দকার সুমন ত্রিশুল চলচ্চিত্র উৎসব সাঁতাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর