Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ মার্চ ২০২৩ ২০:৪৪

১৯৭১ সালের ৭ মার্চ, এক ভাষণে গোটা জাতিকে জাগিয়ে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই ভাষণের স্মরণে ২০১৫ সাল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। রাজধানী শহর ঢাকায় এই কনসার্টটি এরই মধ্যে জনপ্রিয়তায় যেকোনো আয়োজনকে ছাড়িয়ে গেছে। প্রতিবছর এই দিনটিতে তাই শহরের সব শ্রেণিপেশার মানুষ এসে ভিড় জমায় এই আয়োজনে। গান শোনার পাশাপাশি শোনে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণও। যদিও করোনাভাইরাসের কারণে বিগত দুই বছরে এ সঙ্গীতায়োজন আলোর মুখ দেখেনি। সঙ্গীতপ্রেমীদের জন্য সুসংবাদ হলো, দুই বছর পর আবারও আয়োজিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। এবছর এর সপ্তম আয়োজন। তবে এবার ৭ মার্চ পবিত্র শবে বরাত পড়ায় আয়োজনটি একদিন পেছানো হয়েছে। ৭ মার্চের বদলে ৮ মার্চ বেলা ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামেই হবে এই আয়োজন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে ছড়িয়ে দিতেই মূলত জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই)’র অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়ং বাংলা’। আয়োজক প্রতিষ্ঠানটি নারী দিবস উদ্‌যাপনে ‘জয় বাংলা কনসার্ট’-এ নারীদের যোগ দেওয়ার আহ্বান জানায়। নারীদের আলাদা বিশেষ নিবন্ধনও চালু করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা।

এবারের কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’। কনসার্টে অংশগ্রহণের জন্য বুধবার (১ মার্চ) থেকে নিবন্ধন শুরু হয়, যা চলছে এখনও। কনসার্টের আয়োজক ‘ইয়াং বাংলা’ জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট।

উল্লেখ্য সর্বশেষ আয়োজনে কনসার্টে প্রথমবার যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।

সারাবাংলা/এএসজি

ইয়ং বাংলা কাল আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ জয় বাংলা কনসার্ট সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)

বিজ্ঞাপন

বিজয়ের মাসে ‘নয়া মানুষ’
২১ নভেম্বর ২০২৪ ১৮:২১

আরো

সম্পর্কিত খবর