Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি লাকী, সম্পাদক বায়েজীদ


৬ মে ২০১৮ ১১:১৮ | আপডেট: ৬ মে ২০১৮ ১১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশীয় থিয়েটারের সংগঠন গ্রুপ থিয়েটার ফেডারেশানের ২৩তম নির্বাচনের ফল প্রকাশ হয়েছে রোববার দিবাগত রাত দেড়টার দিকে। নির্বাচনে গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান হয়েছেন লিয়াকত আলী লাকী। ১৩৮ ভোট পেয়ে বিজয়ী লাকী আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন। গেলো মেয়াদেও তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ঢাকা থিয়েটারের কামাল বায়েজীদ। তিনি ভোট পেয়েছেন ১২৭টি। সহকারী সেক্রেটারী জেনারেল পদে নিবার্চিত হয়েছেন চন্দন রেজা।

বিজ্ঞাপন

ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট প্রদান করেন ২৩২ জন ভোটার। ৩৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯৬ জন, নির্বাচিত হয়েছেন ৫৪ জন। ফেডারেশানভুক্ত ২৩৩টি নাট্যদল থেকে প্রতি দল থেকে একজন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন। তবে বগুড়ার করতোয়া নাট্যদল প্রতিনিধি সংকট নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ভোটাধিকার থেকে বাদ পড়ে এই দলটি।

সদস্যদের ভোটে সভাপতিমন্ডলীর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন লাকী ইনাম ও অনন্ত হিরা। সভাপতিমন্ডলীর বিভাগীয় নির্বাচিত সদস্যরা হলেন ঢাকা বিভাগে উত্তম কুমার সাহা, চট্টগ্রামে মোসলেম উদ্দিন সিকদার, রাজশাহীতে আব্দুল মোমিন বাবু, রংপুরে রাজ্জাক মুরাদ, খুলনায় মো. নাজিম উদ্দিন জুলিয়াস, সিলেটে অনিরুদ্ধ কুমার ধর শান্তনু।

এছাড়া, অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুন নূর চৌধুরী, অর্থ-সম্পাদক রফিক উল্লাহ সেলিম, দপ্তর সম্পাদক খোরশেদুল আলম, প্রকাশনা সম্পাদক মাসুদ পারভেজ মিজু, প্রশিক্ষণ সম্পাদক অভিজিৎ সেনগুপ্ত, প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল হালিম আজিজ, আন্তর্জাতিক সম্পাদক ড. চঞ্চল সৈকত, সাংগঠনিক সম্পাদক ( ঢাকা মহানগর) তপন হাফিজ।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন ঢাকার রফিকুল ইসলাম মোল্লা, চট্টগ্রামের সাইফুল আলম, রংপুরের তারিকুজ্জামান তারেক, খুলনার শরীফ খান, সিলেটের মোহাম্মদ জালাল উদ্দিন রুমি।

এর মধ্যে বরিশাল বিভাগীয় সভাপতিমন্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী ও ময়মনসিংহের শাহাদাত হোসেন খান হীলু, কেন্দ্রীয় পরিষদ সদস্য বরিশালের সৈয়দ দুলাল ও মোঃ মিজানুর রহমান মিজান এবং ময়মনসিংহের শরীফ মাহফুজুল হক, বিভাগীয় সাংগঠনিক পদে বরিশালের বাসুদেব ঘোষ ও ময়মনসিংহের আজহার হাবলু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নাট্যজন এস এম মহসীনের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর