Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচেই জন্ম, নাচেই মৃত্যু

আশীষ সেনগুপ্ত
৯ মার্চ ২০২৩ ২০:৪১

নাচেই জন্ম, নাচেই মৃত্যু- এই বিশ্বাসকে মনে ধারণ করে নিরলস কাজ করে যাচ্ছেন। নাচের জগতে যার পথচলা দুই যুগেরও বেশি। রাজধানী থেকে দূরে একটি বিভাগীয় শহরে শত বাধা অতিক্রম করেও নৃত্যচর্চা করে চলেছেন নিবেদিতপ্রাণ এই নৃত্যশিল্পী। নাম তার- নীলাঞ্জনা যুঁই।

ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেও রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে আবার মাস্টার্স করছেন নৃত্যকলায়। নৃত্য পরিচালনা করছেন সেই ২০০০ সাল থেকে। গড়ে তুলেছেন নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’। ইতোমধ্যেই এই সংগঠনের প্রযোজনায় চন্ডালিকা, রূপান্তরের গান, দ্রোহকাল, শ্রীহট্টপূরাণ, মহানায়ক ও মহাজনের নাওসহ ২৬টি নৃত্যনাট্য ব্যাপক আলোচিত। ‘নৃত্যশৈলী’ ছাড়াও ‘ঘুঙুর’ নামে তার একটি নাচের স্কুলও রয়েছে – সেখানে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী। শুধু কি তাই – সিলেটের সুবিধাবঞ্চিত চা শ্রমিক শিশুদের বিনা পারিশ্রমিকে নাচ শিখিয়ে যাচ্ছেন নীলাঞ্জনা যুঁই।

আজকের সারাবাংলা কথোপকথনে আমরা শুনবো এই গুণী শিল্পীর পথচলার গল্প…

সারাবাংলা/এএসজি

ঘুঙুর নাচেই জন্ম নাচেই মৃত্যু নীলাঞ্জনা যুঁই নৃত্যকলা নৃত্যশিক্ষক নৃত্যশিল্পী নৃত্যশৈলী সারাবাংলা সারাবাংলা কথোপকথন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর