কবিগুরুর গান নিয়ে প্রীত রেজা
৬ মে ২০১৮ ১২:৩৫ | আপডেট: ৬ মে ২০১৮ ১৫:০৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আলোকচিত্রী হিসেবেই তিনি পরিচিত, সমাদৃত। দেশ-বিদেশে কাজ করে চলেছেন স্থিরচিত্র নিয়ে। হঠাৎ করেই মাধ্যম পরিবর্তন করলেন তিনি। পরিবর্তনটা সাময়িক। স্থিরচিত্র রেখে চলমানচিত্র নিয়ে কাজ করলেন প্রীত রেজা।
এর আগে মার্কিন মুল্লুকে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীত। এবার দেশে প্রথমবারের মতো তিনি নির্মাণ করলেন মিউজিক ভিডিও। তাও আবার কবিগুরুর ‘রবে নিরবে’ গানের। অটমনাল মুনের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শ্রাবন্তী সাহা ও শাওন গানওয়ালা।
৮ মে (২৫ শে বৈশাখ) কবিগুরুর ১৫৭তম জন্মজয়ন্তী। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ‘রবে নিরবে’ গানটি নতুন করে প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আগের দিন অনলাইনে প্রকাশ পাবে গানটি।
গানটিতে মডেল হয়েছেন জোভান ও গানটির কণ্ঠশিল্পী শ্রাবন্তী সাহা। বুয়েট ক্যাম্পাস এবং রাজধানীর অঁলিয়স ফ্রঁসেজ সেন্টারে দু’দিন দৃশ্যধারণ করা হয়েছে গানটির।
সারাবাংলা/পিএ/পিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook