জেকে ১৯৭১: অভিযোগের জবাবে যা বললেন ফাখরুল আরেফিন
১৪ মার্চ ২০২৩ ১৭:০৮
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার জন্য একজন ফরাসী যুবক বিমান ছিনতাই করেছিলেন। সে সাহসী যুবকের গল্প নিয়ে ফাখরুল আরেফিন খান নির্মাণ করেছেন ‘জেকে ১৯৭১’। ৩ মার্চ ছবিটি মুক্তি পায়। এর এক সপ্তাহ পরে ১২ মার্চ অমিত মল্লিক নামক একজন সংগীতশিল্পী ও নির্মাতা তার ফেসবুক আইডিতে অভিযোগ করেন আরেফিন ছবির গল্পের আইডিয়া তার কাজ থেকে পেয়েছেন। কিন্তু তিনি তা কোথাও উল্লেখ করেননি। এর স্বপক্ষে অমিত বেশ কিছু প্রমাণ তার ফেসবুকে দেন। এ অভিযোগের ব্যাপারে সারাবাংলার কাছে মুখ খুলেছেন ফাখরুল আরেফিন খান।
অমিত মল্লিক ভালো করে চিনেন না বলে জানালেন আরেফিন। তিনি বলেন, ‘এই ভদ্রলোককে আমি চিনিই না। তিনি হয়ত একদিন আমার অফিসে এসেছিলেন। চিত্রনাট্য নিয়ে আমার কাছে তো অনেকেই আসে। তাদেরকে আমরা চিত্রনাট্য রেখে যেতে বা ইমেইল করতে বলি, তিনিও হয়ত করেছেন। কিন্তু আমরা সেটা খুলেও দেখিনি। একটা জিনিস ঠিক, তিনি আমাদের আগে হয়ত সিনেমাটা নিয়ে ভেবেছেন। আমরা ২০১৫ সালে সিনেমাটি নিয়ে ভেবেছিলাম, কিন্তু করিনি। ২০২০-এ অবশেষে কাজে হাত দিলাম।’
‘একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা কীভাবে একজনের ব্রেন চাইল্ড হয়? এটা তো ঐতিহাসিক ঘটনা’,- বলেন আরেফিন।
তিনি এ ব্যাপারে কোনো মামলা করবেন না বলেও জানালেন। আরেফিন বলেন, ‘আমরা তো কোনো কিছু গোপনে করিনি। শুটিং থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তী এসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী কিংবা বিমান ছিনতাইয়ের ৫০ বছর উদযাপন সবই তো গণমাধ্যমে এসে। তাহলে তিনি তো তখন চাইলে আইনি পদক্ষেপ নিতে পারতেন কিংবা অভিযোগ তুলতে পারতেন। তাছাড়া তার চিত্রনাট্য তো শুরু হয়েছে তিন জন যুবকের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার মধ্য দিয়ে। আমরা তো এক মিনিটও ফ্রান্সের বাইরে যাইনি’।
‘তিনি তো গত তিন বছরে অনেক সুযোগ পেয়েছেন। ছবিটা আটকাতে পারতেন, প্রমাণ করতে পারলে আমি সিনেমা মুক্তিই তো দিতে পারতাম না। এখন আমার আইনজীবী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে। কিন্তু আমি সে পথে যাচ্ছি না। যদ্দুর জানলাম, তিনি ভদ্রলোক। হয়ত কারও প্ররোচনায় লিখে ফেলেছেন।’
‘জেকে ১৯৭১’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ। এছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।
সারাবাংলা/এজেডএস