Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ সিনেমা হলে চলছে ‘রেডিও’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মার্চ ২০২৩ ১৪:৫৮

১৯৭১ সালের ১ মার্চ। বাংলাদেশের একটি পানিবেষ্টিত গ্রাম শালুকপুর, যে গ্রামের মানুষের কাছে দেশের খবরের পাওয়ার একমাত্র মাধ্যম রেডিও। সেই গ্রামে আবার রেডিও মাত্র দু’টি— একটি রেডিও স্বাধীনতার পক্ষের মানুষ নহবৎ মাস্টারের কাছে, অন্যটি পাকিস্তানপন্থী মহাজন দীনুর কাছে।

নহবৎ মাস্টার শালুকপুর গ্রামের মানুষের মধ্যে আনন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। দীনু মহাজন বুঝতে পারেন, কোনো কারণে যদি ৭ মার্চে ভাষণ শালুকপুর গ্রামের মানুষ শুনতে পায়, তাহলে আর তাদের ‘দাবিয়ে রাখা যাবে না’। তাই কৌশলে নহবৎ মাস্টারের রেডিও ছিনিয়ে নেয় দীনু মহাজন। শালুকপুরের মানুষ রেডিওতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ তাহলে কীভাবে শুনবে?

বিজ্ঞাপন

এমনই প্রেক্ষাপটের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘রেডিও’। ছবিটি দেশের ৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

যে সাতটি সিনেমা হলে ছবিটি চলছে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), যমুনা ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), উল্কা সিনেমা (গাজীপুর), রুটস সিনেমা (সিরাজগঞ্জ), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুবন ( বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

‘রেডিও’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জাকিয়া বারী মম। আরও আছেন লুৎফর রহমান জার্জ, নাদের চৌধুরী, পরাণ রায়, এলিন শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন, রওনক রি রিয়াজ উদ্দিন, জান্নাতুল রশিদ মারিয়াম মম ও নিরব শিকদার।

ছবির চিত্রনাট্য করেছেন আনন জামান। ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার। জামরুল রাজু ছিলেন সম্পাদনায়। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন মোহাম্মদ আরিফ ইকবাল। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও হিমাদ্রিতা পর্না।

বিজ্ঞাপন

‘রেডিও’ তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

সারাবাংলা/এজেডএস

অনন্য মামুন জাকিয়া বারী মম রিয়াজ রেডিও

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর