Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিবের মামলা নেয়নি পুলিশ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ০২:১৫

ঢাকা: ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান মানহানির মামলা করতে গিয়েছিলেন গুলশান থানায়। তবে মামলা নেয়নি পুলিশ। শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাকিব খান তার আইনজীবীসহ গুলশান থানায় যান। সেখানে তিনি ঘণ্টাখানেক থাকেন।

এর আগে, রহমত উল্ল্যাহ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট তিনটি সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যেখানে ধর্ষণসহ মোট পাঁচটি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান।

এ ব্যাপারে সাংবাদিকদের শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহর করা মিথ্যে অভিযোগের ব্যাপারে মানহানির মামলা করতে চেয়েছিলাম। কিন্তু থানা থেকে পরামর্শ দেওয়া হলো এই মামলা কোর্টে করতে। আমরা আগামীকাল তার বিরুদ্ধে মামলা করব।’

গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম এ ব্যাপারে জানান, মামলার আবেদনপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তারা মামলাটি নেননি। তিনি বলেন, ‘শাকিব খান এক প্রযোজকের নামে মামলা করতে রাতে থানায় আসেন। কিন্তু তার আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় সেটি সংশোধন করে আনার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত মামলা নেওয়া হয়নি।’

অস্ট্রেলিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল শাকিবের বিরুদ্ধে এবং সে মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল—এমনটাই শিল্পী সমিতিতে দেওয়া অভিযোগে বলেছিলেন রহমত উল্ল্যাহ। এর জবাব শাকিব বলেন, ‘ওখানে মামলা হলে তো আমি দেশে আসলাম কীভাবে? আমি তো আর পালিয়ে আসি নাই।’

বিজ্ঞাপন

তবে শাকিবের সঙ্গে উপস্থিত আইনজীবী খায়রুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় যে মামলার কথা বলা হচ্ছে সেটা কিন্তু সেখানকার পুলিশ তদন্ত করেছে। তারা কিন্তু শাকিবকে নির্দোষ বলেছে এবং বলেছে, মিস্টার খান ইটস অ্যা হানি ট্র‍্যাপ। বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’

খায়রুল বলেন, ‘আমরা আগামীকাল (রোববার) বা দু-তিন দিনের মধ্যে পেন্যাল কোডের ৩৮৫ ধারায় রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করব।’

শাকিব বলেন, ‘সে তো (রহমত উল্ল্যাহ) এ সিনেমার প্রযোজক না। সে কিভাবে অভিযোগ করে প্রযোজক হিসেবে—এত বড় সাহস কীভাবে তার হলো? এ সিনেমার প্রযোজক হচ্ছেন ভার্টেক্স মিডিয়ার জানে আলম। তারা (রহমত উল্ল্যাহ ও অন্যান্যরা) মূলত অস্ট্রেলিয়া অংশের শুটিং সমন্বয়কারী। আপনারা প্রযোজক সমিতিতে খোঁজ নিলেই জানবেন এ সিনেমার মূল প্রযোজক কে।’

জানে আলমের সঙ্গেও শাকিবের এ নিয়ে কথা হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘প্রযোজকের সঙ্গে যখন কথা হয়েছে তখন তিনি বলেছেন,ক সে কে? তার কোনো এখতিয়ার নেই প্রযোজক হিসেবে দাবি করে আমার সিনেমার কাঁধে বন্দুক রেখে আপনার কাছ থেকে টাকা দাবি করার।’

আরও পড়ুন 

সারাবাংলা/এজেডএস/আইই

শাকিব খান

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর