Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের নতুন ছবি


১৭ ডিসেম্বর ২০১৭ ১৮:১৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৮:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন। তবে এবার খল চরিত্রে নয়, ভিন্ন লুকে হাজির হচ্ছেন এক ছবিতেই দারুণ জনপ্রিয় হওয়া এই অভিনেতা। ছবিতে তাকে দেখা যাবে জেমি চরিত্রে।

তাসকিনকে নেয়া প্রসঙ্গে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘জেমি চরিত্রটা তাসকিনকে ভেবেই লিখেছি। ছেলেটা রোমিও টাইপের। মেয়েদের পটাতে তার জুড়ি নেই। এমন একটা চরিত্রে তাসকিনের মতো সুদর্শন আর রাফ অ্যান্ড টাফ লুক প্রয়োজন ছিল। আশা করছি, ভিলেনের পর রোমিও হিসেবেও তাসকিন দর্শকদের মন জয় করবে।’

‘যদি একদিন’ হতে যাচ্ছে তার পাঁচ নম্বর চলচ্চিত্র। তিনি এখন অস্ট্রেলিয়ায়। ‘যদি একদিন’-এর জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন তাসকিন রহমান।

বিজ্ঞাপন

তাসকিন ছাড়া যদি একদিন ছবিতে আর কারা অভিনয় করছেন? এ প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘অন্যদের নাম এখনই প্রকাশ করছি না। এ ছবিতে আরও দুই তারকা আছেন। তাদের নামটা আপাতত চমক হয়েই থাক।’

‘যদি একদিন’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। ছবিটি প্রযোজনা করছে আরটিভি।

সারাবাংলা/পিএ/পিএম

 

তাসকিন মোস্তফা কামাল রাজ যদি একদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর