Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হলেন মাহিয়া মাহি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৭:১৮

ঢাকা: জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির কোল জুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে সন্তান। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ এ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী রকিব সরকার।

তিনি বলেন, আমাদের সন্তান ও তার মা দুজনেই ভালো আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এর রাত ৮টা ২০ এর দিকে মাহি তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

গেল আগস্টে মাহি জানিয়েছিলেন মা হতে যাচ্ছেন। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি।

সারাবাংলা/এজেডএস

ছেলে সন্তান মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর