Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ এপ্রিল ২০২৩ ২১:২৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রিয়াজের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযোজকদের তিনটি সমিতিতে রিয়াজের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন হারুনুর রশিদ কাজল (জ্যাম্বস কাজল)। তিনি রিয়াজের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও মানহানির অভিযোগ করেছেন। শনিবার (১ এপ্রিল) দুপুরে তিনি এ লিখিত অভিযোগ জমা দেন।

কাজল অভিযোগ করেন, রংপুর কেমিক্যাল লিমিটেড (আরসিএল) নামক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য তার নিজের ‘অ্যাড প্লাস’-এর ব্যানারে রিয়াজকে অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু রিয়াজ কাজটি তার নিজের প্রতিষ্ঠান ‘পিংক ক্রিয়েশন লিমিটেড’-এর নামে বাগিয়ে নিয়েছেন। তার দাবি, রিয়াজ আরসিএলের কাছে তার নামে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে কাজটি নিজের প্রতিষ্ঠানে নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রিয়াজ ও তার দল ৩১ মার্চ থেকে বিজ্ঞাপনটির শুটিংও শুরু করেছেন।

কাজল লিখিত অভিযোগে আরও বলেন, ‘আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, জাতীয় বেঈমান, চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সঙ্গে জানাচ্ছি এমন কর্মকাণ্ড করার ও আমার মান সম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়টি নিয়ে রিয়াজ বলেন, ‘বিজ্ঞাপনের জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার চুক্তি হয়েছিলো। সেই সুবাদে তিনি (কাজল) আমার বাসায় এসেছিলেন। পরবর্তীতে তার সঙ্গে কোম্পানির কী হয়েছে, তা আমি জানি না। তারা পরিচালক পরিবর্তন করেছেন, এর এখতিয়ার তাদের আছে কিনা, সেটা আমার জানার বিষয়ও না। আমি শুধু শিল্পী হিসেবে কাজ করছি। কিন্তু সম্প্রতি তিনি (কাজল) প্রেস কনফারেন্স করছেন, নানান রকম মন্তব্য করছেন, কেন করছেন তা আসলে আমার বোধগম্য না। তিনি নানারকম মনগড়া কাহিনি বলছেন, কেন এমনটা করছেন, এর পেছনে কোনও চক্র আছে কিনা, এসব জানার জন্য আসলে আইনের আশ্রয় নেওয়া ছাড়া কোনও উপায় দেখছি না। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সেদিকেই আগাচ্ছি।’

বিজ্ঞাপন

কী ধরণের পদক্ষেপ নেবেন জানতে চাইলে রিয়াজ জানান, নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি আইনি প্রক্রিয়া শুরু করবেন।

সারাবাংলা/এজেডএস

জ্যাম্বাস কাজল প্রতারণার অভিযোগ রিয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর