আবারও রবীন্দ্রসংগীত গাইলেন সৈয়দ আবদুল হাদী
৭ মে ২০১৮ ১৩:৪৪ | আপডেট: ৭ মে ২০১৮ ১৩:৫৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মঙ্গলবার (৮ মে) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং জন্মদিনে কবিগুরুকে স্মরণ করতে রবীন্দ্রসংগীত গেয়েছেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ গানটি গেয়েছেন তিনি।
নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। নির্মাণ করা হয়েছে গানটির একটি ভিডিও। এটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। কয়েকজন শিশুশিল্পীসহ গানে মডেল হয়েছেন সৈয়দ আবদুল হাদী নিজেও।
গানটি গাওয়া এবং এর মিউজিক ভিডিও প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদি বলেন, ‘সংগীতজীবনের শুরু থেকেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার সম্পর্ক। বিশ্বকবির জন্মদিনে রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। এর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানের কথার সঙ্গে দৃশ্যগুলো মিলিয়ে দেখলে দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
গানটি প্রকাশ করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।
সৈয়দ আবদুল হাদী ২০১১ সালে রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে প্রকাশ করেন ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম। দীর্ঘ বিরতির পর আবারও কবিগুরুর গান কণ্ঠে তুলেছেন তিনি।
সারাবাংলা/পিএ/পিএম