Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ইভা আরমানের ‘বেপরোয়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ১৫:৩৮

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইভা আরমানের আরও একটি নতুন গান এলো। যার শিরোনাম ‘বেপরোয়া’।

জানা গিয়েছে, গানটির টাইটেল ও নামকরণ করা হয়েছে ‘বেপরোয়া’ নামে। সুর ও সঙ্গীত করেছেন আপন খান। আর সঙ্গীত আয়োজনে এম এম পি রনি। সহকারী পরিচালক হিসেবে গানটিতে কাজ করেছেন মারুফ রহমান। এছাড়া পরিচালনায় ছিলেন তানভীর শেহজাদ। ভিডিও এডিটিংয়ে হাত রাঙিয়েছেন সোহাগ খান।

গানটি বিষয়ে ইভা আরমান জানান, গানটির শুটিং করা হয়েছে কাশ্মীরের বিভিন্ন মনোরম লোকেশনে।

কাশ্মীরের শুভ্র বরফে ঘেরা মনোরম প্রকৃতিতে চিত্রায়ন করতে পেরে আমরা সত্যি অভিভূত। সেই সাথে বাংলাদেশ ও কাশ্মীরের যেসকল কলাকৌশলীরা গানটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সবার কাছে আমরা কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইভা আরমানের স্বামী সোহেল আরমানও। ইতোমধ্যে গানটি ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং দর্শক হৃদয়ে গানটি স্থান করে নিয়েছে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর