Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রুধিররঙ্গিণী’ নাটকে তিন প্রজন্মের তিন শিল্পী


৭ মে ২০১৮ ১৫:৪৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একমঞ্চে অভিনয় করতে যাচ্ছেন তিন প্রজন্মের তিন অভিনয়শিল্পী। তারা হলেন রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। ‘রুধিররঙ্গিণী’ মঞ্চ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।

নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ প্রযোজনা করেছে নাটকটি। শুভাশিস সিনহার লেখা ও নির্দেশিত নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ১৫ মে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে হবে উদ্বোধনী মঞ্চায়ন।

এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে এসে কোনো নাটক নির্দেশনা দিলেন তরুণ মেধাবী নির্দেশক শুভাশিস সিনহা। একইসঙ্গে এই নাটকের মাধ্যমে নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’।

হৃৎমঞ্চ নাট্যদলের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘প্রায়ই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল। রুধিররঙ্গিণী সেই মত ভেঙে দেবে বলে আশা করছি।’

‘হৃৎমঞ্চ’ মানে হৃদয়ের মঞ্চ। মাটি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনার লক্ষ্য এই রেপার্টরি নাট্যদলের।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

সম্মাননা পাচ্ছেন শিমূল ইউসুফ
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৪১

শীতে মধু ঘটবে যাদু
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৩২

আরো

সম্পর্কিত খবর