Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বিটিভিতে ‘কেমন শ্বশুর চাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ১৪:৫২

বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ঈদ অনুষ্ঠানগুলোর একটি ‘রম্য বিতর্ক’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তৈরি হয়েছে নতুন পর্ব। রম্য বিতর্কে এবারের পর্বে আলোচনার বিষয় ‘কেমন শ্বশুর চাই’।

তর্ক-বিতর্কে অংশ নেবেন দেশসেরা চারজন বিতার্কিক। তারা কেউ চাইবেন বাড়িওয়ালা শ্বশুর, প্রবাসী শ্বশুর, ক্ষমতাবান শ্বশুর আর কেউ চাইবেন চালাক-চতুর শ্বশুর। এই বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। রুবাইয়াত রাকিবের সঞ্চালনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১টা ১০ মিনিটে।

বিজ্ঞাপন

প্রযোজক বলেন, ‘রম্য বিতর্ক অনুষ্ঠানটি শুধু ভাঁড়ামোই নয়, এখানে গুরুত্বপূর্ণ বার্তাও থাকে। এই পর্বেও তেমন বিশেষ বার্তা আছে। বর্তমানে আমাদের সমাজে ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে বিয়ে করার ক্ষেত্রে তারা পাত্রী অপেক্ষা শ্বশুরের অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ব্যাপারটির মধ্যে কতখানি ইতিবাচকতা আছে, প্রয়োজনীয়তা আছে, বা আদৌ আছে কিনা তা নিয়ে হাস্য-রসাত্মকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। সমাজের কিছু অসঙ্গতির পাশাপাশি বর্তমান পরিস্থিতি ও মনোজগত ফুটে উঠেছে এবারের নির্বাচিত বিষয়ে। সুস্থ চিন্তার বিনোদনও যে মানুষকে ভাবাতে পারে, জনপ্রিয়তা লাভ করতে পারে বা প্রচলিত ট্রেন্ড ‘ভাইরাল’ হতে পারে ‘রম্য বিতর্ক’ কিন্তু সেটাই প্রমাণ করছে প্রতি পর্বে।’

সারাবাংলা/এজেডএস

কেমন শ্বশুর চাই বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর