Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিল্ম আর্কাইভে দুর্লভ বই হস্তান্তর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ মে ২০২৩ ১৬:২৭

চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ তার সংগ্রহে থাকা বিভিন্ন দুর্লভ বই ও চলচ্চিত্র সামগ্রী ফিল্ম আর্কাইভে জমা দিয়েছেন। মঙ্গলবার (২ মে) হারুনর রশীদ আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে এগুলো জমা দেন। এসময় প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম উপস্থিত ছিলেন।

তিনি ৮০টি দুর্লভ বিভিন্ন লেখকের বই, ১৯৬৫ সালের পাকিস্তান চলচ্চিত্র উৎসবের ১৭৪টি দুর্লভ স্থিরচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’-এর ডিভিক্যাম কপি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাহন’, ‘গৌরব’, প্যাকেজ নাটক ‘উত্তারাধিকারের’ ডিজিটাল কপি, তার ব্যবহৃত ১ সেট কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য দান করেন।

বিজ্ঞাপন

ষাটের দশকের প্রথম দিকে কৃষি ও পরিবার পরিকল্পনার উপর নির্মিত তথ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে জড়িত হন হারুনর রশীদ। চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিন, জহির রায়হানসহ আরো অনেকের সাথে সহকারি চলচ্চিত্র পরিচালক হিসাবে কাজ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’। এরপর তিনি ‘রঙ্গিন গুনে বিবি’, ‘ভাগ্যবতী’, ‘ধনবান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জার্নাল ও পত্র-পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করতেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর থেকে তিনি এর সাথে সংযুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ফিল্ম আর্কাইভ হারুনর রশীদ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর