জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তিনি।
বউয়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেন, ইনটেনশন ঠিক থাকলে সালমান মুক্তাদিররাও বিয়ে করে।
আরেকটি ক্যাপশনে তিনি লিখেন, ‘দ্য অ্যান্ড অব সালমান মুক্তাদির, ৩০.০৪.২০২৩। মাই ডিয়ার ওয়াইফ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ।’
অবশ্য স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত ফেসবুক পাতায় স্ত্রীর সঙ্গে ছবিগুলো শেয়ার করে সালমান লেখেন, “ইনটেনশন পিওর থাকলে সালমান মুক্তাদিররাও বিয়ে করে ফেলে!”
বিয়ের খবর শেয়ার করার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন সালমান। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সালমানকে শুভ কামনা জানাচ্ছেন।