Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহ পেছালো ‘পাঠান’ মুক্তি

আহমেদ জামান শিমুল
২ মে ২০২৩ ১৮:৫০

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে এ শুক্রবার (৫ মে) মুক্তি পাচ্ছে না। এক সপ্তাহ পিছিয়ে ছবিটি আগামী ১২ মে মুক্তি পাবে। তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় সারাবাংলার সঙ্গে এক ফোনালাপে তিনি জানান, দুটি কারণে ৫ মে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না। প্রথম্‌ ছবিটি এ সপ্তাহে মুক্তি পেতে হলে বুধবারের (৩ মে) মধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করতে হবে। কারণ বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে সেন্সর বোর্ড বন্ধ থাকবে। কিন্তু বুধবারের সেন্সর শোয়ের তালিকায় একটি ইংরেজি ও একটি বাংলা ছবি থাকলেও ‘পাঠান’ নেই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, এবারের মুক্তি পাওয়া ৮টি ছবির পরিচালকরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে পাঠানের মুক্তি দুই সপ্তাহ পেছানোর আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিত সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ৫ নয় ১২ মে ‘পাঠান’ ছবিটি মুক্তি দেওয়ার।

এ দিকে সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সারাবাংলাকে জানিয়েছেন ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করেছে। তিনি বলেন, ‘কোনো ছবি জমা পড়লে আমরা সেন্সর শোয়ের তারিখ দেওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তা হলেই সেন্সর শোয়ের সময় জানাতে পারবো। তবে এখনই বলতে পারছি না কবে পাঠানের শো অনুষ্ঠিত হবে।’

মুক্তি পেছানোর ব্যাপারে ‘পাঠান’-এর আমদানিকারক ও পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইন্টের অনন্য মামুনের বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।

সাফটা চুক্তির আওতায় সরকার ১১ এপ্রিল ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে সিনেমা হল মালিকদের প্রায় আড়াই দশকের দাবি মেনে নিয়েছে সরকার। অবশ্য এর জন্য চলচ্চিত্রের ১৯ সংগঠনের কর্তাব্যক্তিদের হিন্দি ছবি আমদানিতে কোনো আপত্তি নেই এ মর্মে লিখিত দিতে হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

পাঠান বাংলাদেশে মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর