Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে নায়ক নাঈমের গান


৮ মে ২০১৮ ১৩:৪২ | আপডেট: ৮ মে ২০১৮ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘অনেকে হয়তো ভাববেন আমি শখের বসে গান করলাম। আসলে বিষয়টি তা নয়। বছর ১৫ আগে আমি নিয়মিত গান করতাম। তখন আমার একটি ব্যান্ডের দল ছিল, নাম ‘আয়রনিক ফেইট’। দলটি নিয়ে নিয়মিত স্টেজ শো করতাম তখন। কিন্তু অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় পরে গানে আর মনোযোগ দিতে পারিনি।’

অনেকদিন পর গানে ফিরে এভাবে নিজের অভিব্যক্তি জানালেন মডেল ও অভিনেতা এফ এস নাঈম।

‘তোমাকে’ শিরোনামের গান নিয়ে দীর্ঘদিন পর নাঈম সংগীতে ফিরছেন, এই খবরটি নতুন নয়। তবে এতদিন গানটির আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা ছিল। অবশেষে পাওয়া গেলো সেই খবরও।

‘তোমাকে’ গানের মিউজিক ভিডিওতে নাঈম ও হৃদি শেখ

১০ মে (বৃহস্পতিবার) ‘তোমাকে’ শিরোনামের গানটি প্রকাশ পাবে ইউটিউবে। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ প্রকাশ করছে গানটি। গানের কথা ও সুর করেছেন নাঈম নিজেই। আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

বিজ্ঞাপন

কক্সবাজারে হয়েছে মিউজিক ভিডিও’র শুটিং। ভিডিও নির্মাণ করেছেন মোশন রক এন্টারটেইনমেন্টের রাজ চিন্ময়ী। এতে নাঈমের সঙ্গে মডেল হয়েছেন সেরা নাচিয়ে সিজন ৩ চ্যাম্পিয়ন হৃদি শেখ।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর