Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুলগেরিয়ায় ‘আদিম’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মে ২০২৩ ১৮:৩৮

যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’ ছবিটি দেশে মুক্তির পর বুলগেরিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। সেখানকার একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

নির্মাতা জানান, ‘বুলগেরিয়ার সমুদ্র তীরবর্তী শহর ভার্না শহরে অনুষ্ঠিতব্য ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলি’র ইন্টারন্যাশনাল কমপিটিশন বিভাগে আদিম মনোনীত হয়েছে।’

বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবটি আসছে আগস্টের ২৫ তারিখ শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর। যুবরাজ জানান, উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে আমি উৎসবটিতে উপস্থিত থাকবো।

‘মস্কোর পর, পরবর্তী সময়ে কোথাও আমি সেই অর্থে আদিম সাবমিট করিনি। আমি মূলত সিনেমার রিলিজ প্রক্রিয়া নিয়েই ব্যস্ত থেকেছি। তবুও চলচ্চিত্র সার্কিটের বদৌলতে পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আদিম এর যাত্রা অব্যাহত রয়েছে।’

সর্বশেষ ‘আদিম’ দিল্লির ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ প্রদর্শীত হয়েছে। বিশ্ব নন্দিত সব সিনেমার সাথে প্রদর্শনের পাশাপাশি পেয়েছে প্রশংসা।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

সারাবাংলা/এজেডএস

আদিম যুবরাজ শামীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর