Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানব পাচার বিরোধী কনসার্টে জলের গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মে ২০২৩ ১৯:৫৩

যশোর শহরে অবস্থিত টাউন হল মাঠে সুরের মূচ্ছর্না ছড়িয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ ও সঙ্গীত শিল্পী সন্দীপন। গানের পাশাপাশি তারা মানব পাচার প্রতিরোধের আহবান জানিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে। এ সময় শিল্পীদের সঙ্গে মানব পাচারের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন শ্রোতারা।

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের আওতায় মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে ১০ মে (বুধবার) ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে এমন আবহ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় কনসার্টটি উদ্বোধন করেন উইনরক ইন্টারন্যাশানালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের টিম লিডার, দীপ্তা রক্ষিত। উক্ত অনুষ্ঠানে সাধারণ শ্রোতাদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার কমীর্সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ‘আশ্বাস’ প্রকল্পের সারভাইভারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় মানব পাচার বিরোধী একটি ‘পট গান’। এরপর মঞ্চে ওঠেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সন্দীপন। তার ঘণ্টাব্যাপী পরিবেশনার পর টাউন হল মাঠে গান পরিবেশনায় আসে ‘জলের গান’ এবং মাঠ জুড়ে তৈরি হয় একটি উৎসবমূখর পরিবেশ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনগণের মধ্যে মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

মানব পাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার এমন অভিনব উদ্যোগ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান শ্রোতার।

উদ্বোধনী বক্তব্যে উইনরক ইন্টারন্যাশানালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের টিম লিডার দীপ্তা রক্ষিত মানব পাচারের ভয়বহতা তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। কনসার্ট আয়োজনে সহযোগিতার জন্য যশোর জেলার প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এর আগে, গত ৪ মে খুলনায় একই ধরনের কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’। একই ধারাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় অনুষ্ঠিত কনসার্টে ছিলেন চন্দনা মজুমদার ও সন্দীপন। প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। কক্সবাজারে এই আয়োজনের কনসার্ট আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ ও ‘মাদল’ কনসার্টের আয়োজনে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে “আশ্বাস” প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির কার্যক্রম ইতোমধ্যে দেশের মানব পাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানব পাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ২০১৮ সাল থেকে।

সারাবাংলা/এজেডএস

জলের গান মানব পাচার বিরোধী কনসার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর