এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বৃহস্পতিবার (১০ মে) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনের অয়োজন। ৩০তম আসরের আয়োজক বরাবরের মতো জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘সবার মাঝে আমার সাথে থাকো/আমায় সদা তোমার মাঝে ঢাকো/নিয়ত মোর চেতনা-’পরে রাখো/আলোকে-ভরা উদার ত্রিভূবন।’
সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগত শিল্পীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মুক্তাঙ্গনে তিন দিনের উৎসবের উদ্বোধন করবেন কথাশিল্পী অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
উৎসবের সমাপনী দিন অর্থাৎ শনিবার (১২ মে) বিকাল ৫টায় সম্মাননা দেয়া হবে প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে। প্রতিদিন বিকাল থেকে শুরু হবে আয়োজন। অনুষ্ঠানে থাকবে একক গান, দলীয় সংগীত, আবৃত্তি পরিবেশনা।
উৎসবের দ্বিতীয় দিন ১১ মে (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেবেন সংগঠনের সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজেদ আকবর।
সারাবাংলা/পিএ/টিএস