Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘মাইক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ মে ২০২৩ ১৯:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সোমবার (২৯ মে) চলচ্চিত্রটি ছাড়পত্র পেয়েছে।

এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক এফ এম শাহীন।

বিজ্ঞাপন

‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত।

পরিচলাক জানান, ‘মাইক’ এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একইসঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২৮ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এজেডএস

আনকাট সেন্সর মাইক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর