Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন


৯ মে ২০১৮ ১৮:১৯ | আপডেট: ৯ মে ২০১৮ ১৮:৩৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

কান উৎসবের প্রথম দিনে খুব একটা ভিড় জমে না। দ্বিতীয় দিন থেকেই সাধারণত তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের লাল কার্পেট। প্রথম দিনে উৎসবের নানা প্রথা ও সংবাদ সম্মেলন নিয়েই ব্যস্ত থাকেন আয়োজকরা। তবে উদ্বোধনী প্রদর্শনীতে আলো ছড়ায় অনেক তারকা। বিশেষ করে প্রথম দিনে দেখানো ছবির সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী ও প্রতিযোগিতার বিচারকদের এদিন শুরু থেকেই চোখে পড়ে সবার। চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজনের ৭১তম আসরেও ঘটেনি এর ব্যতিক্রম কোন ঘটনা।


বিজ্ঞাপন

উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে কোন এক প্রশ্নের জবাবে হেসেই খুন প্রধান বিচারক কেট ব্ল্যানচেট

‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো’ – কেট ব্ল্যানচেটের হাসি থামছেই না

‘তোমারে লেগেছে এতো যে ভালো’ – ‘টোয়ালাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের দৃষ্টি থেকে ঝড়ে পড়ছে এই গান

‘যখন ফিসফিস করে কথা হয় দুজনায়’ – ক্রিস্টেন স্টুয়ার্ট ও কেট ব্ল্যানচেট

‘এভরিবডি নোজ’ সিনেমার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অস্কার জয়ী ইরানি পরিচালক আসগর ফরহাদি, অভিনেতা হাভিয়ের বারদেম ও পেনালোপে ক্রুজ

৭১ তম আসরের বিচারক প্যানেল

ফ্রান্সের গণমাধ্যমে উৎসবের খবর

সারাবাংলা/টিএস/পিএ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর