Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় পুরস্কৃত ‘আম কাঁঠালের ছুটি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ জুন ২০২৩ ১৫:২০

মোহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘আম কাঁঠালের ছুটি’। ছবিটি রাশিয়ার চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ষোড়শ আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতেছে।

চলচ্চিত্র উৎসবটির ১৬তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিলো ছবিটি। ২৬ মে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত উৎসবটিতে বিভিন্ন দেশের নৃতত্ত্ব ও আঞ্চলিক স্বকীয়তার প্রতিনিধিত্ব করা চলচ্চিত্র দেখানো হয়।

শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি নির্মিত হয়েছে শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে। এর আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে সামার হলিডে।

গত বছরের ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এশিয়ান পার্স্পেক্টিভ বিভাগে ছবিটির আরও একটি প্রদর্শনী হয় সেখানে। উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকরাও ছবিটির প্রশংসা করেছেন।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। অন্যদের মধ্যে ছিলেন- ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ।

চলতি বছরের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/এজেডএস

আম কাঁঠালের ছুটি চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল স্পেশাল জুরি অ্যাওয়ার্ড


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর