Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭২ হুর’-এর টিজার নিয়ে বিতর্ক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জুন ২০২৩ ১৫:৩৫

এখনও শেষ হয়নি ‘দ্য কেরালো স্টোরি’ বিতর্ক। এর মাঝেই ইসলামী জঙ্গিবাদ নিয়ে আরও একটি প্রোপাগান্ড ছবি ‘৭২ হুর’-এর টিজার মুক্তি পেয়েছে। আর সে টিজারটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সঞ্জয় পূরণ সিং চৌহানের চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের কথা।

ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, “আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।” পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, “দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার।

তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।”

‘৭২ হুর’ সিনেমাটির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, “এই সিনেমাটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলো শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই।

কিভাবে এই বিষয়গুলো শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।”

‘৭২ হুরেঁ’ ফার্স্টলুক টিজার প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির সহ প্রযোজক অশোক পণ্ডিত ও পরিচালক সঞ্জয় পুরাণ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, “শুভেচ্ছা রইল, এই সিনেমাটি সিনেমা হল কাঁপিয়ে দেবে।”

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ জুলাই মুক্তি পাবে সঞ্জয় পুরাণ সিংয়ের ‘৭২ হুরেঁ’।

এর আগে ২০১৯-এ গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়াল অফ ইন্ডিয়ায় দেখানো হয়েছিল সিনেমাটি।

সারাবাংলা/এজেডএস

৭২ হুর টিজার বিতর্ক

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর