Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আসছে ‘টিক্কা রিটার্নস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জুন ২০২৩ ১৮:৫৪

টিভি নাটকের জনপ্রিয় পরিচালক সাগর জাহান এর আগে সাত পর্বের ধারাবাহিক ‘টিক্কা’ নির্মাণ করে বেশ ভালো সাড়া পেয়েছিলেন। দর্শকমহলে নাটকটি বিশেষ আগ্রহ তৈরি করেছিলো। যার পথ ধরে এবার তিনি নিয়ে আসছেন নাটকটির সিক্যুয়েল ‘টিক্কা রিটার্নস’।

এবারের ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে সাত পর্বের এই ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শক। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, পাভেলসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে এটি। অ্যাকশন থ্রিলারধর্মী এ নাটকের গল্পে দেখা যাবে, টিক্কা শহরে চলে যাচ্ছিলো। ট্রেনে ওঠার ঠিক আগে সে জানতে পারে যার হাত ধরে সে অজানায় পাড়ি দিচ্ছে সেই হাসনাহেনা তার প্রিয় মালিঙ্গা খুন হওয়ার জন্য দায়ী। সব কিছুই পরিস্কার হয়ে যায় তার সামনে। টিক্কা সব ক্ষমা করতে পারে কিন্তু বেঈমানী সে কোন ভাবেই মেনে নিতে পারেনা। স্টেশনে সবার সামনেই খুন করে হাসনাহেনাকে। বড়বোন শিউলির কথাতেই গ্রামে এসেছিলো হাসনাহেনা। এই গ্রাম থেকে দশ কিলোমিটার দূরে থানা শহরে বসেই পুরো জেলার অনেক কিছু নিয়ন্ত্রন করে শিউলি। সে সবার সাথে পারে, শুধু টিক্কার সাথে পারেনা। সে ঢাকাতে পারে, চট্টগ্রামে পারে কিন্তু বাড়ির পাশের এই গ্রামে পারেনা। এই গ্রামের দুইটা বাওড়, একটা বিল সব নাকি টিক্কা নিয়ন্ত্রন করে। না, এটা হয়না। শুরু হয় অভিযান। নানামুখী দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

সারাবাংলা/এজেডএস

টিক্কা রিটার্নস মারজুক রাসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর