Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করছেন রাশ্মিকা-বিজয়!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ জুন ২০২৩ ১৬:২১

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন আগে থেকেই গুঞ্জন- প্রেম করছেন দুই তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এবার সেই গুঞ্জন বেড়ে গেল একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই। শোনা যাচ্ছে, গোপনে গোপনে হায়দরাবাদের একটি রেস্তরাঁয় নাকি পাকা কথা সেরে ফেললেন রাশ্মিকা ও বিজয়ের পরিবার।

বিয়ের পাকা কথা বলতেই নাকি রাশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে

বিয়ের পাকা কথা বলতেই নাকি রাশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাশ্মিকা ও বিজয়ের দুই পরিবার রেস্তরাঁয় একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন। জল্পনা, দুই পরিবারের এই সৌজন্য সাক্ষাৎ আসলে বিয়ের পাকা কথাই।

বিজ্ঞাপন
প্রেম করছেন দুই তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা

প্রেম করছেন দুই তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা

এর আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রাশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রাশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাদের। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রাশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে কি দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাশ্মিকা। যদিও এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রাশ্মিকা ও বিজয় দুজনে।

সারাবাংলা/এএসজি

বিজয় দেবরাকোন্ডা বিয়ে করছেন রাশ্মিকা-বিজয়! রাশ্মিকা মান্দানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর