Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মহীনের ঘোড়াগুলি’র ‘বাপিদা’ও চলে গেলেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২৩ ১৪:১৭

দীর্ঘ দিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে। চিকিৎসার খরচ জোগাতে তার পাশে দাঁড়িয়েছিলেন দুই বাংলার শিল্পীরা। তাতেও হল না শেষ রক্ষা। জীবনাবসান হল মহীনের অন্যতম ঘোড়া তাপস দাস। যিনি পরিচিত ছিলেন বাপি দা হিসেবে। খবর আনন্দবাজার পত্রিকার।

চিকিৎসার খরচ জোগাতে বাপিদার পাশে এসে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। রোববার (২৫ জুন) শেষ হল লড়াই। শেষ নিশ্বাস ত্যাগ করলেন মহীনের অন্যতম ঘোড়া।

চলতি বছরের জানুয়ারি মাস নাগাদ প্রকাশ্যে আসে এই খবর। মারণরোগে ভুগছেন তাপস। ‘বাপিদা’র অসুস্থতার খবর শোনামাত্রই তার পাশে এসে দাঁড়ান সঙ্গীতশিল্পীরা। চিকিৎসার খরচ জোগাতে তৈরি করা হয় তহবিল।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিছুটা সুস্থ হয়ে কয়েক দিনের জন্য বাড়ি ফিরেছিলেন বাপিদা। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। ফের এসএসকেএমেই নিয়ে যাওয়া হয় তাঁকে। গত কয়েক দিন সেখানেই চলছিল চিকিৎসা। আর বাড়ি ফেরা হল না।

সারাবাংলা/এজেডএস

তাপস পাল বাপি দা মহীনের ঘোড়াগুলি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর