Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরিজিতের গান না শোনার অনুরোধ পাকিস্তানি গায়িকার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ জুন ২০২৩ ১৫:২৮

আগেই শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানি গান ‘পাসুরি’ এবার শোনা যাবে কার্তিক-কিয়ারার নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’-তে। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে যায়। আর এবার গানটি মুক্তি পেতেই, শুরু হয়ে গেল কটাক্ষ। অরিজিৎ সিংয়ের গলায় গান শুনে অরিজিৎ সিংকে একহাত নিল পাকিস্তানিরা। কেউ কেউ লিখলেন, ‘ডিসলাইক বটন টিপে ফেলুন’, কেউ কেউ আবার বললেন, ‘বলিউডের পাসুরি একেবারেই শোনা যাচ্ছে না।’ অনেকের মন্তব্য খুবই বিরক্তিকর। বলা যায়, অরিজিৎ সিং-এর গাওয়া পাসুরি-র রিমেক সেভাবে ভক্তমনে সাড়া ফেলতে পারেনি। বরং গায়কের অনুরাগীরা বেশ হতাশই হয়েছেন সে গান শুনে। আর এবার অরিজিতের ‘পাসুরি’ রিমেক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি গায়িকা শায় গিল। পাকিস্তানি গায়ক আলি শেঠির সঙ্গে ‘পাসুরি’ গান গেয়েছিলেন শায়।

বিজ্ঞাপন
পাকিস্তানি গায়ক আলি শেঠির সঙ্গে ‘পাসুরি’ গান গেয়েছিলেন শায়

পাকিস্তানি গায়ক আলি শেঠির সঙ্গে ‘পাসুরি’ গান গেয়েছিলেন শায়

সোশাল মিডিয়ায় শায় লিখলেন, ‘আপনারা সবাই যে পাসুরি গানকে ভালবেসেছেন তার জন্য ধন্যবাদ। কিন্তু তার মানে এই নয় যে পাসুরি রিমেকের নিন্দা করতে হবে। কারও যদি রিমেকটা পছন্দ না হয়, তাহলে শুনবেন না।’

পাকিস্তানি গায়িকা শায় গিল

পাকিস্তানি গায়িকা শায় গিল

এদিকে অরিজিৎ কেন গাইলেন পাকিস্তানের ‘পাসুরি’ গান! একের পর এক কটাক্ষ উড়ে আসছিল অরিজিতের দিকে। পাকিস্তানিরা তো যাচ্ছেতাই বলে অরিজিৎকে নানা কু-মন্তব্য করছিলেন। এসব দেখে মন ভেঙেছিল অরিজিৎ অনুরাগীদের। এমনকী, কেউ কেউ তো পাকিস্তানের নেটিজেনদের সঙ্গে ঝগড়ায় নেমে পড়েছিলেন।

অরিজিৎ সিং

অরিজিৎ সিং

বিতর্কের আগুন যখন দাবানল হয়ে উঠল, ঠিক তখনই মুখ খুললেন অরিজিৎ। সোজা টুইটারে এসে এক অনুরাগীকে গায়ক জানালেন, ‘এই গান গেয়ে যে টাকা পেয়েছি, তা আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে। আমাকে গানের প্রযোজকরা তেমনটিই বলেছেন। তাই এই কাজের জন্য একটু গালি গালাজ খেতেই পারি।’

সারাবাংলা/এএসজি

অরিজিতের গান না শোনার অনুরোধ পাকিস্তানি গায়িকার অরিজিৎ সিং পাকিস্তানি গায়িকা পাসুরি শায় গিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর