দশ বছর পর গান শোনালেন শাহানা
১১ মে ২০১৮ ১২:৫২ | আপডেট: ১১ মে ২০১৮ ১৬:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঢাকায় এসেছিলেন প্রেমের টানে। বলতে গেলে এই শহরেই বেড়ে উঠেছেন তিনি। গেয়েছেন গান, কুড়িয়েছেন সবার ভালবাসা। ২০০৮ সালে প্রিয় মানুষটির ভালবাসা হারিয়ে এই শহর ছাড়েন শাহানা বাজপেয়ি। অন্য আরেক শহরে খুঁজে নেন নিজের ঘর। তারপরের দশ বছরে আর একটি বারের জন্য ফেরেননি তার প্রথম যৌবনের শহর ঢাকায়।
শাহানা ঢাকা ছেড়েছিলেন মে মাসের ৪ তারিখে। দশ বছর পর তার প্রত্যাবর্তনও হয়েছে এই দিনটিতেই। সংসার করবেন বলে নয়, এবার শাহানা এসেছেন শুধুই গান শোনাবেন বলে। গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ এরইমধ্যে গান করেছেন তিনি। এছাড়াও বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় বেঙ্গল বইয়ে শ্রোতাদের সরাসরি শুনিয়েছেন পছন্দের রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও নিজের লেখা গান।
২০০৭ সালে ঢাকার বেঙ্গল মিউজিক থেকে শাহানার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘নতুন করে পাব বলে’ প্রকাশিত হয়। বেঙ্গলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাহানা শুরু করেন গান।
প্রথমেই তার কণ্ঠে শোনা যায় ‘পরাণ সখা বন্ধু হে আমার’, এরপর একে একে তিনি প্রায় দশটির মতো গান গেয়ে শোনান। সবশেষে নিজের লেখা ‘একটি ছেলে’ গেয়ে মঞ্চ ছাড়েন শাহানা। মাঝখানে শাহানার গিটারিস্ট সামান্তক চক্রবর্তীও দুটি গান শোনান শ্রোতাদের।
‘নতুন করে পাব বলে’ অ্যালবামের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে বের হয় শাহানার দ্বিতীয় অ্যালবাম ‘যা বলো তাই’। এরপর লোকগীতি নিয়ে তার তৃতীয় অ্যালবাম ‘মন বান্ধিবি কেমনে’ প্রকাশ পায় ২০১৬ সালে।
অনুষ্ঠানে ফোক গান ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি’ গান গাওয়ার আগে শাহানা বলেন, ‘এই গানটার প্রথম দু’টি পংক্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান থেকে নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক মহিলা নিজের মতো করে বেঁধেছিলেন’। আর গানটা শেষ করে বললেন, ‘কৃষ্ণকলি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সে চায় না যে আমি ফোক গান করি, আর সেখানেই আমার জেদ, আমি ফোক গান করবোই।’
সিনেমায় শাহানা গলা দিয়েছেন ‘হাওয়া বদল’-এর ‘মোর ভাবনারে’, ‘তাসের দেশ’-এর ‘বলো সখী বলো’, ‘ফ্যামিলি অ্যালবাম’-এর ‘প্যারালাইজড’ গানে। সর্বশেষ বাংলাদেশে রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে ‘তোমায় গান শোনাবো’ গানটি গেয়েছেন তিনি।
ছবি: অাশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস/পিএ