Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে শাহরুখ, নাকে সার্জারি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৩ ১৬:১৩

বলিউড বাদশা শাহরুখ খান বর্তমানে শুটিং করছেন আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেখানেই নাকে চোট পান তিনি। শুরু হয় নাক দিয়ে রক্তক্ষরণ। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপাচার করা হয় নাকের। খবর জি২৪ঘণ্টা, বলিউড হাঙ্গামা।

এর আগে ২০১৭ সালেও শাহরুখকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর হয় হাঁটুর অস্ত্রোপচার।

প্রায় চারবছর বিরতি নেওয়ার পর চলতি বছরেই ‘পাঠান’ ছবি দিয়ে রুপোলি পর্দায় কামব্যাক করেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। যদিও এর আগে কিং খানের বেশ কয়েকটি ছবি বলিউডে মুখ থুবড়ে পড়েছিল। একদিকে ‘জওয়ান’-এর কাজ চলছে জোরকদমে। অন্য দিকে, লস এঞ্জেলেসে অন্য একটি ছবির শুটে ব্যস্ত শাহরুখ। সেখানেই ঘটেছে অঘটন।

এই প্রথম তিনি ‘রোম্যান্স’ ছেড়ে ভরপুর অ্যাকশনে। তার নয়া অবতার মুগ্ধ করেছে অনুরাগীদের। ফলে, নতুন করে শাহরুখ-ম্যানিয়ায় ভুগছেন তারা। স্বাভাবিক ভাবেই অভিনেতার পরের ছবির জন্য মুখিয়ে। ‘পাঠান’-এর মতোই মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে নায়কের ‘জওয়ান’।

সারাবাংলা/এজেডএস

নাকে সার্জারি শাহরুখ খান

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর