Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন ফারিয়া শাহরিন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২৩ ১৫:১৫

লাক্স সুপারস্টার অভিনেত্রী ফারিয়া শাহরিন বিয়ে করেছেন। নিজের ফেসবুক আইডিতে শুক্রবার (৭ জুলাই) নিজেই খবরটি জানান। তবে বর কে, কবে বিয়ে হলো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন’।

চার বছর প্রেম করে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া শাহরিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস‌্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

জানা গেছে, মাহফুজ রায়ানের সঙ্গেই কয়েকদিন আগে তার বিয়ে রেজিস্ট্রি হয়েছে। কিছু দিনের মধ্যেই তারা দুই পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করবেন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন এই অভিনেত্রী।

সারাবাংলা/এজেডএস

ফারিয়া শাহরিন বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর