Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় শাকিব খান, ছেলেসহ গেলেন অপু বিশ্বাসও

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের কয়েকদিন পর শাকিব খান আমেরিকায় গিয়েছেন। দেশটির গ্রিন কার্ড হোল্ডার এ নায়কের সাবেক সহধর্মিনী অপু বিশ্বাসও বুধবার (১২ জুলাই) দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সঙ্গে রয়েছেন তাদের পুত্র জয়।

আমেরিকায় যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। তবে কী কারণে গিয়েছেন তা না জানালেও জানা গেছে তিনি সেখানে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিবেন।

ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। এসময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাম খান জয়ের এটি প্রথম আমেরিকা সফর।

এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লালশাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস আমেরিকা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর