‘মা’ হওয়ার খবর ভুয়া, বললেন পূর্ণিমা
১৩ জুলাই ২০২৩ ১৮:১৭
জনপ্রিয় নায়িকা পূর্ণিমা মা হচ্ছেন– এমন খবর দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে খবরটি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি।
পূর্ণিমা খবরটির প্রতিক্রিয়ায় বলেন, “একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটাতো আমার হাইড এন্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম!”
ভুয়া খবরে বিব্রত পূর্ণিমা বলেন, “ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!”
ক্ষোভ প্রকাশ করে ‘হৃদয়ের কথা’র এই নায়িকা বলেন,‘একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিলো? এরকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!’
সারাবাংলা/এজেডএস