বুলবুল মহলানবীশ আর নেই
১৪ জুলাই ২০২৩ ১৩:১০
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ মারা গিয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) ভোরে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্ক্যজনিত জটিলতায় ভুগছিলেন। খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজি ও অভিনেত্রী জয়িতা মহলানবীশ।
তার ছেলে আমেরিকায় আছেন। তিনি দেশে ফেরার পর শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বুলবুল মহলানবীশের নাম। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে কাজ করেছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল, ওই সময় কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’- গানটি। কালজয়ী এই গানের শিল্পীদের একজন বুলবুল মহলানবীশ।
পরবর্তী সময়ে জীবনের পুরোটা জুড়েই তিনি সংগীতের সঙ্গে মিশে ছিলেন। তার গাওয়া গানের দুটি অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া লেখালেখিতেও বিকশিত করেছেন নিজেকে। তার লেখা প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২। টেলিভিশন, বেতার ও মঞ্চে শিল্প-সাহিত্য কিংবা সংগীত ও নাট্য বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও সমাদৃত ছিলেন তিনি।
বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। পেশাগত জীবনে দীর্ঘ দিন শিক্ষকতাও করেছেন তিনি।
সাংগঠনিক পদেও দক্ষতার পরিচয় দিয়েছেন বুলবুল মহলানবীশ। নজরুল সংগীতশিল্পী পরিষদের সহ-সভাপতি, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক-সহ জাতীয় কবিতা পরিষদ, উদীচী বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সারাবাংলা/এজেডএস