Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ বছরে তৃতীয় মাত্রা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১৪:৫১

চ্যানেল আই’তে প্রতিদিন প্রচারিত সমকালীন বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’। জনপ্রিয় এ অনুষ্ঠানটি সোমবার (১৭ জুলাই) ২১ বছরে পা রাখবে। এদিন প্রচারিত হবে অনুষ্ঠানটির ৭২৮৯তম পর্ব।

দেশের সম্প্রচার ইতিহাসে এ এক অনন্য উদাহরণ। মূলত: এই দেশে টক-শো শুরু হয়েছিল জিলুর রহমানের উপস্থাপনায় এ শোটির মাধ্যমে। টক- শো’র উপর জনমত জরিপেও ‘তৃতীয় মাত্রা’ দর্শকপ্রিয়তা এককভাবে ধরে রেখেছে শুরু থেকে আজ পর্যন্ত।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির গবেষণা সাময়িকী ‘নিরীক্ষা’য় টক শো’র উপর পরিচালিত জরিপেও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে ‘তৃতীয় মাত্রা’। সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে নিয়মিত।

২০০৩ সালের ১৭ জুলাই ‘তৃতীয় মাত্রা’র যাত্রা শুরু। এরপর থেকে আজ পর্যন্ত দেশে- প্রবাসে অগণিত দর্শক-শ্রোতার ভালোবাসা ও সহযোগিতায় স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে অনুষ্ঠানটির পথচলা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানটির প্রতিটি পর্ব হয়ে উঠেছে সমকালের রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতির বিশ্বস্ত দলিল, যা দেশের চলমান ইতিহাসের অংশ। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেনাপ্রধানসহ রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক বিভাগের প্রধান, স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং নেতৃস্থানীয় প্রায় সবাই ‘তৃতীয় মাত্রা’য় অতিথি হয়ে এসেছেন একাধিকবার। আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অনেক অতিথিও বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন অনুষ্ঠানটিতে।

সারাবাংলা/এজেডএস

২১ বছরে তৃতীয় মাত্রা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর