Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মাননা পাচ্ছেন মিতা হক


১২ মে ২০১৮ ১১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাচ্ছেন দেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক। বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা’র ‘জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সম্মাননা’ পাচ্ছেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের সমাপনী দিনে মিতা হকের হাতে সম্মাননা তুলে দেয়া হবে। ১২ মে শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সমাপনী আয়োজনের শুরুতেই শিল্পীর হাতে সম্মাননা স্মারক, অর্থমূল্য তুলে দেবেন সংস্থার সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজেদ আকবর।
উল্লেখ্য ৩০তম বারের মতো জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। তিন দিনের উৎসব সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব-পার্বণ, প্রেম-পূজা-প্রকৃতি-স্বদেশ পর্যায়ের গান নিয়ে।
আজ (১২ মে, শনিবার) উৎসবের শেষ দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর