Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরিয়ায় একক বিপাশা


১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:০৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:১০

স্টাফ করেসপন্ডেন্ট

বিপাশা হায়াত অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন। মন দিয়েছেন পুরনো প্রেমে, চিত্রাঙ্কনে। চিত্রশিল্পী হিসেবে তার পরিচিতি শুধু দেশেই সীমাবদ্ধ নেই। হয়ে উঠেছেন আন্তর্জাতিক। নিজের আঁকা ২১টি ছবি নিয়ে বিপাশা হায়াত এখন কোরিয়ায়। দেশটির রাজধানী সিউলের এলভিএস গ্যালারিতে ১৪ ডিসেম্বর থেকে তার একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। চলবে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত।

চিত্রশিল্পী হিসেবে বিপাশার নজর থাকে ইতিহাসের বিভিন্ন পরতে। তুলে আনেন পুরনো সময়ের মানুষ, দেয়ালচিত্র, স্থাপনা। কোরিয়ায় প্রদর্শিত এ ছবিগুলোতে বেশ নিরীক্ষার আশ্রয় নিয়েছেন বিপাশা। ক্যানভাস হিসেবে কিছু ছবিতে ব্যবহার করেছেন ঐতিহ্যবাহী মসলিন। বিদেশের মাটিতে এটি বিপাশার দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী। এর আগে ছবি নিয়ে তিনি পৌঁছেছিলেন রোমে।

ছবি : নূর 

সারাবাংলা/কেবিএন/পিএম

একক প্রদর্শনী বিপাশা হায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর