Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুগলির ডন, বাংলার দাউদ মোশাররফ করিম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ জুলাই ২০২৩ ১৬:৪৮

গলায় গাঁদা ফুলের মালা, গায়ে লাল শার্ট জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশাররফ। তার দু’পাশে দাঁড়িয়ে বাকিরা। এটি মোশাররফ করিমের দ্বিতীয় ভারতীয় বাংলা ছবির প্রথম লুক টিজার। ১২ সেকেন্ডের টিজারটি প্রকাশিত হয়েছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজে।

টিজারটি ক্যাপশনে লিখা হয়েছে, “হুগলির ডন! বাংলার দাউদ! তিনি আর কেউ নন ‘হুব্বা’, আসছে সে আসছে।” ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।

বিজ্ঞাপন

পরিচালক ব্রাত্য বললেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যত বারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতি বারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

ছবিটির প্রযোজক ফিরদৌসল হাসানের সঙ্গে ব্রাত্য বসুর জুটিকে আগেও দর্শক দেখেছেন। এটি তাদের জুটির দ্বিতীয় ছবি।

সারাবাংলা/এজেডএস

মোশাররফ করিম হুব্বা

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর