বাদ পড়ছে ‘খেলা হবে’ সংলাপ!
২৫ জুলাই ২০২৩ ১৫:১৭
বহু আগে আমাদের দেশের রাজনীতিবিদ শামীম ওসমান এক রাজনৈতিক সম্মেলনে বলেছিলেন ‘খেলা হবে’। সে কথাটি বাংলাদেশ ছাড়িয়েছে কলকাতার গেল লোকসভা নির্বাচনে বহুল আলোচিত ছিলো। সে সংলাপটি কিছুদিন আগে দেখা গেল মুক্তির অপেক্ষায় করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির ট্রেলারে। তবে এবার গুঞ্জন উঠেছে সংলাপটিসহ ওই ছবি থেকে আরও কয়েকটি সংলাপ বাদ যাচ্ছে। এমনটাই জানাচ্ছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, জি২৪ঘণ্টা।
ছবিটিতে আলিয়া ভাটের বিপরীতে রয়েছেন রণবীর সিং। এতে আবারও বাঙালি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। শুধু তাই নয়, এবার তার বাবা মায়ের চরিত্রেও রয়েছেন টোটা চূর্ণী। ছবিতে বাংলা ভাষা এবং বাংলা সংলাপ ঘিরে রয়েছেন বিতর্ক।
বিভিন্ন সূত্রের খবরে পত্রিকাগুলো বলছে, লোকসভা, মমতা দিদির মত শব্দ বাদ দেওয়া হয়েছে এই ছবি থেকে। প্রায় ৩ ঘণ্টার কাছাকাছি এই ছবি। আবার রেখে দেওয়া হয়েছে অনেক বিতর্কিত দৃশ্যপট।
কলাকাতায় সোমবার ছবির প্রচারণায় এসেছিলেন আলিয়া ও রণবীর। তাদের সঙ্গে ছিলেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলী। এ সংলাপগুলো বাদ দেওয়া নিয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান। উত্তরে তিনি বলেন, “যেগুলো বাদ গিয়েছে, সেটা গিয়েছে। তার মানে এটা না, যে ছবিতে অসম্ভব কিছু মিস রয়েছে। সিনেমাটা নিদারুণ ভাবে এগিয়েছে। আমার মনে হয়, সকলের কাছে ফ্ললেস লাগবে। স্মুথ লাগবে এই ছবিটা।”
তবে পরক্ষণেই আলিয়া জানান ‘খেলা হবে’ সংলাপ বাদ যাচ্ছে না। তিনি বলেন, ‘খেলা হবে সংলাপটা সরানো হয়নি। সেন্সর বোর্ডের তরফ থেকে কয়েকটা মাইনর কাট বলেছিল। সেটা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। খেলা হবে বাদ পড়েনি। আমার আর জয়া ম্যামের মাঝে একটি সিন রয়েছে, সেখানে একটা সিক্যুয়েন্স আছে। সেখানেই এই সংলাপ আছে। এই বিষয়ে বিশেষ কথা বললে সিনটা পুরো বলতে হয়। তাই কম বলাই ভালো। সিনেমা রিলিজের পরেই জানা যাবে কেন আমি ‘খেলা হবে’ বলেছি’।
সারাবাংলা/এজেডএস