Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজ বানাবেন ‘ওমর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ আগস্ট ২০২৩ ১৬:৪৪

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার ষষ্ঠ ছবির ঘোষণা দিয়েছেন। বুধবার (২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে ছবিটির পোস্টার প্রকাশ করেন তিনি। ‘ওমর’ নামের ছবিটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে মুখ খুলেননি এই নির্মাতা।

পরিচালক রাজ গণমাধ্যমকে বলেন, “আগামী সেপ্টেম্বরে শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখন জানাতে চাইছি না। আজ সিনেমাটির পোস্টার প্রকাশ করলাম।”

বিজ্ঞাপন

‘ওমর’ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

এর আগে ৫টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন। রাজের আগের সিনেমাগুলোয় অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, তাহসান, শ্রাবন্তী, মীম।

সারাবাংলা/এজেডএস

ওমর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর