বাপ্পা-অদিতির ‘আনন্দধারা’
৮ আগস্ট ২০২৩ ১৮:০৮
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালো কোক স্টুডিও বাংলা’র নতুন গান ‘আনন্দধারা।’ গানটিতে অংশ নিয়েছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ‘বাংলাদেশের মেলোডি কিং’ নামে খ্যাত শিল্পী বাপ্পা মজুমদার। তাদের শক্তিশালী ও সুরেলা কণ্ঠ সবার পরিচিত এই গানটিকে নতুন প্রাণ দিয়েছে। দ্বৈত কণ্ঠের এই গানটিকে নতুন সঙ্গীতায়োজনের সাথে উপস্থাপন করেছেন সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। এই গানে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।
‘আনন্দধারা’ গানটি দর্শক-শ্রোতাদের মনে করিয়ে দেয় যে, সুখ বা আনন্দ আমাদের সবার ভেতরেই আছে। জীবনকে উপভোগ করতে পারলে, জীবনের জাদুকরী দিকটি উপলব্ধি করতে পারলেই আমরা এই সুখ খুঁজে পাবো। গানটি আনন্দের মর্ম ও জীবনে আনন্দের বহমান ধারাকে উদযাপন করে। প্রকৃতিতে সবকিছু যেভাবে একে অন্যের সাথে মিলেমিশে থাকে, প্রকৃতি যেভাবে নিজের ভালোবাসা প্রকাশ করে — এই অনন্য ব্যাপারটিই এই গানের কথায় উঠে এসেছে। বেঁচে থাকা একটি চমৎকার ব্যাপার। নিজেদের চারপাশে তাকালেই আমরাও এই আনন্দের সন্ধান পেতে পারি।
এই গানে শায়ান চৌধুরী অর্ণব নতুন কিছু করতে চেয়েছেন। পাইথন কোডিং-এর মাধ্যমে সাইকেডেলিক সিন্থ ও ডিপ হাউজ বিটসের মাধ্যমে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের শব্দ তৈরি করেছেন। রাগ মালকোষের ওপর ভিত্তি করে সৃষ্টি করা গানটিতে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটেছে। বিভিন্ন ধরনের চিন্তাধারার একত্রিত হওয়ার মাধ্যমে সৃষ্টি হয় রিয়েল ম্যাজিক। এ যুগের তরুণদের পছন্দের কথা মাথায় রেখে গানটিকে আধুনিকভাবে সাজালেও অর্ণব রবীন্দ্রনাথের সর্বজনীন সত্তা ও বাণীর গভীরতাকে অক্ষুণ্ণ রেখেছেন। গানটি শুধু রবীন্দ্রনাথের অতুলনীয় সৃষ্টিকেই উদযাপন করে না। এই মহাবিশ্বের জাদুকরী বিশালতার কথাও এখানে উঠে এসেছে। এই ঐশ্বরিক সুরই আনন্দধারা।
বাপ্পা মজুমদার বলেন, “রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা আমার জন্য সবসময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসঙ্গীতের সাথে কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুবই উপভোগ করেছি। এই গানে আমরা কিছু বিষয়কে তুলে ধরেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারা গানটি শুনে প্রশান্তি অনুভব করবেন।”
সারাবাংলা/এজেডএস