বিটিভির শিল্পী হতে অডিশন ছয় হাজার প্রার্থীর
২৪ আগস্ট ২০২৩ ১৮:৩৩
আধুনিক গানের শিল্পীদের অডিশনের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শিল্পীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। রামপুরাস্থ বিটিভির ঢাকা কেন্দ্রে এ অডিশন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। অডিশনে অংশ নিয়েছেন ছয় হাজার প্রার্থী।
প্রাথমিক পর্ব ও স্ক্রিনটেস্ট পর্ব দুটির মাধ্যমে শিল্পীদের চূড়ান্ত করা হবে। আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লীগীতি, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে ছয় হাজারের অধিক শিল্পী আবেদন করেছেন। অডিশনের জন্য প্রার্থীদের মূল আমন্ত্রণপত্রটি সঙ্গে আনতে হবে।
২১ আগস্ট থেকে ডাকযোগে আবেদনকারীদের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। এছাড়াও টেলিফোনকল ও এসএমএস-এর মাধ্যমেও প্রার্থীদেরকে অডিশন সম্পর্কিত তথ্য জানিয়ে দেয়া হবে। এমনটাই জানিয়েছেন বিটিভির ঢাকা কেন্দ্রের জি এম মাহফুজা আক্তার।
সারাবাংলা/এজেডএস