Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিয়া কি থাকবেন দ্বিতীয় পর্বে?


১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

আলোর মাথায় ছিলেন আলিয়া, যখন আসেন বলিউডে। তাকে নিয়েই আলোচনা ছিলো সবখানে। ২০১২ সাল মাত করে রেখেছিলেন বলিউড। তাও আবার প্ৰথম সিনেমাতেই। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ আলিয়ার সঙ্গে আরও অভিষিক্ত হন বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। তিন নবীনকে একসঙ্গে নিয়ে আসায় প্রশংসিত হয়েছিলেন নির্মাতা করণ। ব্যবসা সফল হয় `স্টুডেন্ট অব দ্য ইয়ার`।

এবার করণ নির্মাণ করবেন `স্টুডেন্ট অব দ্য ইয়ার`-এর সিক্যুয়েল। নতুন কিস্তিতে কে থাকবেন? এরই মধ্যে প্রকাশ হয়েছে টাইগার শ্রুফের নাম। প্রথম পর্বের তিন শিল্পী কি থাকবেন নতুন পর্বে? হ্যাঁ সুচক আভাস দিয়েছেন আলিয়া।

বিজ্ঞাপন

`স্টুডেন্ট অব দ্য ইয়ার টু ছবিতে আমি আসছি চমক নিয়ে`- বলেছেন আলিয়া। আরো জানিয়েছেন, `করণ নিশ্চয়ই এমন ব্যবস্থা করবেন যেন আগের তিন শিল্পীকে দেখানো যায় নতুন ছবিতে। প্রথম পর্বেও এমন কিছু ক্লু রেখেছেন করণ, যেন দ্বিতীয় পর্বে পুরনোদের দেখানো সুযোগ থাকে।`

সারাবাংলা/পিএ/কেবিএন

আলিয়া করণ