Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৬ হলে চলছে জাওয়ান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৪

বিশ্বের ১০০টি দেশের সঙ্গে শাহরুখের খানের ‘জাওয়ান’ বাংলাদেশেও মুক্তি পেয়েছে। স্বাধীনতার পর প্রথম হিন্দি ছবি হিসেবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে এ দেশের দর্শকরা ছবিটি দেখতে পাচ্ছে। বৃহস্পতিবার ৩টি হলে চললেও শুক্রবার (৮ সেপ্টেম্বর) চলছে ৪৬টি সিনেমা হলে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’-র আওতায় এসেছে ‘জাওয়ান’। এটি এনেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় বিশ্বের ১০ হাজারের অধিক সিনেমা হলে ছবি চলছে। বৃহস্পতিবার শুধু ভারতেই ছবিটির আয় ছাড়িয়ে গেছে রেকর্ড ৮০ কোটিতে। বিশ্বজুড়ে এ আয় ১৫০ কোটি টাকা। দুটিই ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড।

‘জাওয়ান’ যে সকল সিনেমা হলে চলছে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (পুরান ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি-উত্তরা), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), হাই টেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), মুভি থিয়েটার গ্রান্ড সিলেট (সিলেট), রাজ তিলক (রাজশাহী), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মম ইন (বগুড়া), রূপকথা (পাবনা), সুগন্ধা (চট্টগ্রাম), রাজিয়া (নাগরপুর), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), দর্শন (ভৈরব), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), আনন্দ সিনেমা (গুরুদাসপুর), রাজ (কুলিয়ারচর), নন্দিতা (সিলেট), তামান্না (সৈয়দপুর), মর্ডান (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (স্বান্তাহর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), উল্কা (গাজীপুর), মনিহার (যশোর), বৈশাখী সিনেমা (কালুখালি), পান্না সিনেমা (মুক্তারপুর), অভিরুচি (বরিশাল), চলন্তিকা সিনেমা (গোলাপদি), আলুরুপা সিনেমা (লালমনিরহাট)৷

ছবিটি পরিচালনা করেছেন তামিল পরিচালক অ্যাটলি। তার সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতিও নাম লেখালেন বলিউডে৷ সিনেমাটিতে চমক হিসেবে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

সারাবাংলা/এজেডএস

জাওয়ান


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর