শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য ‘মুক্তি’
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৫
ইর্ণি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জীবনের শুরুতে ছোট শিশুটি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কিন্তু শিশু ইর্ণি এর সমাধান করবে কীভাবে? এ সংকট মোকাবিলায় আশ্রয় হয় তারই শিক্ষক শিহাব স্যার। ছোট শিশুটির জীবনে মুক্তির দূত হয়ে আসে এ শিক্ষক। অনেকটা অচল আয়তনের দাদা ঠাকুরের মতো। ইর্ণির মুক্তির দুয়ার খুলে দেন তিনি। এমনই শিশুতোষ গল্পে চৈতালি সমাদ্দার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তি’।
ইর্ণি চরিত্রে অভিনয় করেছে জায়ানা ইচ্ছে ডানা। অন্যদিকে শিহাব স্যারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। এছাড়া অন্য যে শিল্পীরা রয়েছেন সকলেই থিয়েটারের শিল্পী।
নির্মাতা চৈতালি সমাদ্দার বলেন, মূলত এই চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আমি অনুপ্রাণিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান’র মাধ্যমে। আমার বিশ্বাস চলচ্চিত্রটির মাধ্যমে সমাজকে একটি ইতিবাচক বার্তা দিতে পারব।
১২ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ১৪ সেপ্টেম্বর নর্থ-সাউথ ভার্সিটি ও প্রজন্ম ওয়েবের ইউটিউব চ্যানেলে ‘মুক্তি’ প্রদর্শিত হবে।
সারাবাংলা/এজেডএস