Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাই পল্লবীর সঙ্গে আমির পুত্র

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৩

বলিউডে পরিবারতন্ত্র নতুন নয়। পরিচালকের ছেলে নায়ক, নায়কের মেয়ে নায়িকা─এরকম ঘটনা অহরহ ঘটছে। নতুন করে সে তালিকায় যুক্ত হচ্ছেন আমির খানের ছেলে জুনায়েদ। খুব দ্রুতই তার বলিউডে অভিষেক হচ্ছে। তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রী সাই পল্লবীকে। খবর বলিউড হাঙ্গামা।

জানা গেছে, এটি জুনায়েদের দ্বিতীয় সিনেমা হবে যশরাজ ফিল্মসের সাথে বলিউডে অভিষেকের পরে। যার পরিচালনায় থাকবেন সুনীল পাণ্ডে। যদিও এ বিষয়ে পরিচালক কিংবা জুনায়েদের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

২০১৭ সালে জার্মান নাট্যকার ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামে মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন জুনায়েদ। এছাড়াও তিনি মুম্বাইয়ের এইচ আর কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট’ থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি নিয়েছেন।

এছাড়াও ‘পিকে’ ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সহকারি হিসেবে কাজ করেছেন জুনায়েদ। ফলে ধারণা করা হচ্ছ বেশ তোড়জোড় প্রস্তুতি নিয়েই মাঠে নামছেন আমির পুত্র।

এখন দেখার বিষয়, বাবার মত সেও একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিতে পারে কিনা!

সারাবাংলা/এজেডএস

জুনায়েদ সাঁই পল্লবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর