Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গেলেন মাহি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৪

শাহবাগ থানায় পুলিশি নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম বর্তমানে হাসপাতালে ভর্তি। তাকে দেখতে গিয়েছেন মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। এক ফেসবুক পোস্টের মাধ্যমে মাহি দেখতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘শুক্রবার আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলাম। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল। তার ছেলে এখন খানিকটা দুরের লেখাও ঠিকমতো পড়তে পারে না। আরো যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার! আর শরীফ আহমেদ মুনিম ভাইয়াও পাশে ছিল, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি!’

বিজ্ঞাপন

সবার কাছে দোয়া চেয়ে মাহিয়া মাহি বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।’

৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

সারাবাংলা/এজেডএস

আনোয়ার হোসেন নাঈম ছাত্রলীগ নেতা মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর