দুই উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’
২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৪
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎকে নিয়ে ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছেন প্রসূন রহমান। ছবিটি প্রদর্শিত হবে কানাডার টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের শিকাগো দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে। দুটি উৎসবে যথাক্রমে ২১ ও ২৩ সেপ্টেম্বর দেখানো হবে ‘প্রিয় সত্যজিৎ’।
প্রসূন রহমান জানান, টরন্টো মাল্টিকালচারাল উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে স্কারবরোতে অবস্থিত অডিওন সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে এটি। এরপর শিকাগো উৎসবেরও শেষ দিন তথা ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল তিনটায় নগরীর শোপ্লেস আইকন থিয়েটারে দেখানো হবে ছবিটি।
প্রসূন রহমান বলেন, ‘সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে নেটফ্লিক্স থেকে সিনেমা নির্মিত হয়েছে কলকাতায়ও ছবি নির্মিত হয়েছে। আমাদের ছবিটি বাংলাদেশ থেকে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য বানানো। এতে সত্যজিৎ রায়ের অনুসারী পরের প্রজন্মের দুজন নির্মাতার নতুন নির্মাণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অন্তর্জগতের প্রতিচিত্র দেখা যায়।’
‘প্রিয় সত্যজিৎ’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল ও মৌটুসি বিশ্বাস। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন নির্মাতা। শিগগিরই সেটা সম্ভব হলে বলে তার প্রত্যাশা।
সারাবাংলা/এজেডএস